মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুটো বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২০ জুন রিয়াদ থেকে এবং ১ জুলাই জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে। তবে ফ্লাইট চূড়ান্ত হলেও তারিখ দুটি সম্ভাব্য।
শুক্রবার (১২ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের রিয়াদের রিজিওনাল ম্যানেজার মো. আমিনুল হক ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনার কারণে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশিরা দেশে ফিরতে পারছেন না। তাই যারা শারীরিকভাবে গুরুতর অসুস্থ কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চান অথবা যারা কোম্পানি থেকে ফাইনাল এক্সিট নিয়ে চূড়ান্তভাবে দেশে ফিরতে চাইছেন, তাদের দেশে ফেরার উদ্যোগ নিয়েছে দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিমানে ফ্লাইটগুলো পরিচালিত হতে যাচ্ছে।
মো. আমিনুল হক ভূইয়া জানান, আগ্রহীদের নিজ খরচে দেশে ফেরার জন্য নির্দিষ্ট লিংকে (https://docs.google.com/…/1FAIpQLSepAeZBIF5dObjPAV…/viewform) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রশনকারীদের মধ্য থেকে প্রথম ৮০০ জনকে (দুই ফ্লাইট) দূতাবাসের পক্ষ থেকে ফোন করে টিকিট কেনার জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। পরে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদের ক্রমানুসারে ফোন করা হবে।
এদিকে, রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, দেশে ফেরার ক্ষেত্রে ‘করোনায় আক্রান্ত নন, কোনো উপসর্গ নেই’- এই মর্মে সৌদি কর্তৃপক্ষ ইস্যু করা সার্টিফিকেট বিমানে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায় অবতরণের পর বিমান বন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সম্পর্কিত সব সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।