কাগজ প্রতিবেদক
সমাজের সকল স্তরে শান্তি ও সম্প্রতি রক্ষায় ময়মনসিংহে সম্প্রীতি যাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী’র আস্থা প্রকল্পের সহযোগিতায় নাগরিক প্লাটফর্ম এই সম্প্রীতি যাত্রার আয়োজন করে। রোববার সকালে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সম্প্রতি যাত্রাটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সম্প্রতি যাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, নাগরিক প্লাটফর্মের আহবায়ক রকীব হোসেন, যুগ্ম-আহবায়ক রেবেকা সুলতানা। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি তুলে দেন নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের নেতৃবৃন্দ। বাংলাদেশের অভ্যূদয়ের সাথে অসাম্প্রয়ায়িক চেতনা মিশে আছে তাই সকলের অংশগ্রহণে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা।