কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসা বঞ্চিত মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়
মেডিকেল ক্যাম্পে মেডিসিন,মহিলা ও শিশু, নাক কান গলা সহ বেশ কয়েকজন চিকিৎসক রোগীদের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মন্ডল, আব্দুস সালাম তালুকদার,মাসুদ রানা,কাজি আব্দুল বাতেন, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মালেক আর্মি ও শামিম তালুকদার ইবনে কাসেম মাষ্টার, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ প্রমূখ।