কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসে নতুন তথ্য কর্মকর্তার দায়িত্ব¡ গ্রহণ করেছেন মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন। এর আগে ০৮ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনমূলে তিনি উপপ্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ পান।
তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য, নিজ জেলা পটুয়াখালী। এর আগে তিনি গণযোগাযোগ অধিদপ্তরাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’ এর প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তাঁর যোগদানে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।