কাগজ প্রতিবেদক, মুক্তাগাছা
ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মুক্তাগাছা পৌরসভা চত্বরে উপজেলা ও পৌরসভা শাখা যুবদল আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু। দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস, দন্ত ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ সহস্রাধিক রোগির চিকিৎসা সেবা এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী দুই লক্ষাধিক টাকার ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে দুইজন ক্যান্সার রোগির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির এই নেতা।
এ উপলক্ষে দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরে হাসানুজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তাগাছা পৌরসভা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম জাহাঙ্গীর হাসান, উপস্থিত ছিলেন।