কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে অভিযান চালিয়ে সুরমা বেগম (৩৮) নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টায় ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুরমা বেগম একই এলাকার লিটন মিয়ার স্রী। তিনি শহরে অনেকের কাছে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামসুজ্জামান বলেন, সুরমা বেগম দীর্ঘদিন যাবত শহরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে ১২ থেকে ১৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার সুরমা বেগমকে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারে সক্রিয় অন্যদেরও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।