কাগজ প্রতিবেদক
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আনন্দমোহন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় কটূক্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন আনন্দমোহন কলেজ শিক্ষার্থী কাজী আরিফ, মাহাদী হাসান তারেক, খালিদ মামুদ, জুলহাস আকবার, ফারহান চৌধুরী, হাসিবুল ইসলাম হৃদয়, আনিম আমিন প্রমুখ। সমাবেশ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে ফিরে যায় তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের পুরোহিত রামগিরি মহারাজ প্রিয় মহানবী এবং ধর্মীয় অনুভূতি নিয়ে যে কটূক্তি করেছেন এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ন তাকে সমর্থন করেছেন একজন মুসলমান কিছুতেই এ ধরণের কটুক্তি সহ্য করতে পারে না। অর্ন্তর্বতীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না। এ ধরণের অপরাধের তীব্র প্রতিবাদ এবং কটুক্তিকারিদের শাস্তি দাবি জানান বক্তারা।
এদিকে একই দাবিতে সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।