কাগজ প্রতিবেদক
ডেঙ্গু এক ভয়াবহ ব্যাধি। এডিস নামক এক প্রকার স্ত্রী মশকীর আক্রমণে এ রোগ ছড়িয়ে পড়ে। সাধারণত এ মশা সাদা-কালো ছোপযুক্ত, যা দিনের বেলা কামড়ায়। ভোরে এবং সন্ধ্যায় বাড়ির আশেপাশে এ মশকী খুঁজে পাওয়া যায়। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা জরুরী।
ডেঙ্গু রোগ প্রতিরোধকল্পে এডিস মশার ডিম পাড়ার উপযুক্ত স্থানসমূহ, যেমন: বাড়ির আশেপাশে ঝোপঝাড়, ফুল বা সবজির বাগান, ফুলের টব, ডাবের খোসায় জমে থাকা পানি, ফেলে দেয়া কোল্ড ড্রিংসের বোতল, পানির বোতল, ফ্রিজ বা এয়ারকন্ডিশনারের জমে থাকা পানি ও বাসা বাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
ময়মনসিংহ বিভাগ/জেলার প্রতিটি মসজিদে আগামীকাল ০৬ সেপ্টেম্বর, ২০২৪ শুক্রবার থেকে প্রতি শুক্রবার জুমআর প্রাক খুতবায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধকল্পে এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বক্তব্য প্রদানে নির্দেশনা দিয়েছে বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জরুরি। স্থানীয় সরকার এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকদের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এমন তথ্য জানানো হয়।