কাগজ প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে আব্দুল লতিফ (৬০) নামে একজন ডেঙ্গু রোগির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। আব্দুল লতিফ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা আমিননগর গ্রামের সাহেব আলীর ছেলে। গতকাল শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।
তিনি জানান, গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আব্দুল লতিফ। শুক্রবার একটার দিকে তিনি মারা যান। ডেঙ্গু জ্বরের পাশাপাশি তার রক্তে ইনফেকশন, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু ওয়ার্ডে ১৭ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৮ জন ভর্তি আছে। তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।