কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ নগরীর ‘আকুয়া খাল’ পরিস্কার কার্যক্রম শুরুর বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
সভায় কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ৮.২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ময়মনসিংহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বয়ে গেছে। যা বর্তমানে মৃত প্রায়, তবে এর যথাযথ পরিচর্যা ও সবার চেষ্টার মাধ্যমে আমরা আবার খালটি পুনরোজ্জীবিত করতে পারি। তিনি বলেন, খালটি ক্লিন-আপ কার্যক্রম এমন একটি কাজ যার মাধ্যমে ময়মনসিংহের মানুষ এবং ময়মনসিংহের পরিবেশের জন্য সুফল বয়ে আনবে। তাই তিনি এই কার্যক্রম সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় জানানো হয়, ‘আকুয়া খাল’ পরিস্কার কার্যক্রমে খালটিকে মোট ১২টি পয়েন্টে ভাগ করা হয়েছে। প্রায় ৩০০ জন শ্রমিক খালটি পরিষ্কার কাজে সম্পৃক্ত থাকবে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ও ছাত্র সমন্বয়ক সংগঠন থেকে প্রায় আরো ৩০০ স্বেচ্ছাসেবক এই ক্লিন-আপ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুফিদুল আলম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র সমন্বয়কবৃন্দসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।