কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নবগঠিত এডহক কমিটিকে বরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নগরীর গোলপুকুরপাড় ট্যাক্সেস বার মিলনায়তনে আয়োজিত বরণ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. রুহুল আমীন ভূইয়া ও সাধারণ সম্পাদক এস এম সাদিক হোসেন নবগঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন, আয়কর আইনজীবী যুগ্ম-আহ্বায়ক আজিজুল হাই সোহাগ, সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম ভূঁঞা, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও আয়কর আইনজীবী মো. মনোয়ার হোসেন খান সুমনসহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।