কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য ডেঙ্গু বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। সেই সাথে অফিস প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, গত ২৪ শে অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এইচপিভি ক্যাম্পেইনের মাধ্যমে মোট ১ লাখ ৫৫ হাজার ৪৭৩ জনকে জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলা ভিত্তিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান সম্পন্ন হয়েছে। অনিবার্য কারণে যদি কোন ছাত্রী টিকা গ্রহণ না করে থাকে তাদের দ্রুত টিকা প্রদানের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে ।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, রাসায়নিক সারের কৃত্রিম সংকট যেন না হয় সেজন্য চাহিদা মোতাবেক সার সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। যেকোনো উদ্ভুত পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে কাজ করার জন্য উপজেলা অফিসারগণকে পরামর্শ প্রদান করা হয়েছে। রবি মৌসুমের প্রণোদনার সার ও বীজ যথাযথভাবে বিতরণ করার জন্য উপজেলা কৃষি অফিসারগনকে পরামর্শ প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকলের সমন্বয়ে কাজ করার বিকল্প নেই। সভায় উপস্থিত কোন দপ্তরের কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হয় বা উপজেলা নির্বাহী অফিসারদের কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব কিন্তু কাজের মধ্যে কোন সমন্বয়হীনতা থাকতে পারবে না।