কাগজ প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সল ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ড-এর এডহক কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ কে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল কে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন, যুগ্ম-আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল ওয়াদুদ ভূইয়া, সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা এনায়েত কাজিম আহমেদ, সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা রঞ্জন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতামের ইসলামদের কে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটি গঠিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা এম ফরিদুজ্জামান খান এবং যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সাইফুল আলম (সাবেক কমান্ডার গফরগাও উপজেলা কমান্ড)। জেলা, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।