কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ ১ দফা দাবিতে দুইদিনব্যাপী কর্মবিরতি পালন করছে নার্সরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক গেটের সামনে গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করে তারা। মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ময়মনসিংহ মহানগর কমিটির ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয়। এতে ভোগান্তিতে পড়ে হাসপাতালে থাকা রোগীরা। তবে জরুরি সেবার জন্য প্রতিটি ওয়ার্ডের নার্সদের ইমারজেন্সি স্কোয়াড প্রস্তুত রয়েছে বলেও তারা জানান আন্দোলনকারিরা।
গত ১ অক্টোবর এক দফা দাবি মানা ও বাস্তবায়নের পক্ষে স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক আশ্বাসের ফলে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত ঘোষণা করে নার্স ও মিডওয়াইফারি নার্সরা। গত ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সাময়িকভাবে দুইজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিচালক পদে পরিপূর্ণভাবে পদায়ন না করে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হয়। এতে সকল নার্স, মিডওয়াইফ, শিক্ষার্থীগণ এবং সংস্কার পরিষদ হতাশ।
অধিদপ্তরের পরিচালক (উপসচিব) প্রশাসন, মো. নাসির উদ্দিনকে অধিদপ্তর হতে প্রত্যাহার করে সেই পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। এ অবস্থায় আবারো এক দফা দাবি পুরণে সংস্কার পরিষদ কর্মবিরতি কর্মসূচি পালনের পালনের সিদ্ধান্ত নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও জানান তারা।