কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকুরি জাতীয়করণসহ ১০ দফা দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল এহসান এমরুল। এতে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি প্রফেসর ড. এম উমর আলী।
বক্তারা স্থানীয় শিক্ষকদের মাঝে শিক্ষার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সেই সাথে নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের একাত্মতা এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন। বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর সুতরাং শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি বেসরকারি শিক্ষখদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে।
ফেডারেশনের মহানগর সভাপতি প্রফেসর ড. আবু জোফার মোহাম্মদ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড. মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, ন্যাশনাল ডক্টর্স ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ড. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা সভাপতি অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগর সেক্রেটারি মো. আল হেলাল তালুকদারসহ ফেডারেশনের শিক্ষক নেতৃবৃন্দ।