কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন আক্তারুজ্জামান। এসময় তার ভাই মো. এমদাদুল হক এমদাদ ও এনামুল হক এমরান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, গত ২৫ সেপ্টেম্বর সকালে নগরীর বলাশপুর এলাকায় মাতৃসূত্রে প্রাপ্ত আমাদের জমিতে মাপতে গেলে প্রতিবেশী কাশেমসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাঁধা দেয়। এসময় আমাদের কাছে নগদ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা সবাই মিলে আমার উপর এলোপাথারীভাবে অতর্কিত হামলা চালায়। এসময় কাশেমের হুকুমে লিটনের হাতে থাকা লাঠি দিয়ে মাথায় মাথায় আঘাত করে গুরুতর জখম করে। আমার ডাক চিৎকারে আমার ছোট দুইভাই এমদাদুল, এনামুল হক এমরান ও ছোটবোন খোদেজা খাতুন ফেরাতে আসলে ছোটভাই এমদাদুল হককে ধারালো রামদা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং ছোট ভাইবোনদের পিটিয়ে জখম করে। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এমদাদুল হককে ভর্তি করে এবং আমাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। এরপর থেকে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি বাসায় হামলা চালায়।
এ ব্যাপারে কেতোয়ালী থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ দায়ের করলেও মামলা নেয়নি বলে তারা জানান। তারা সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে আইনী সহযোগিতা কামনা করেছেন।