কাগজ প্রতিবেদক
স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহী করার লক্ষ্যে ময়মনসিংহে সোনালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে অবস্থিত সোনালী ব্যাংকের বিনা শাখা এই ক্যাম্পেইনের আয়োজন করে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে ২ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং : নতুন ডাইমেনশন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিন্সিপাল অফিসার ও শাখা ম্যানেজার মো. আবুল কালাম আজাদ। এসময় আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার, মো. মাহমুদুল হক, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা, বিনার নির্বাহী ড. মো. কামরুল ইসলাম খান, কৃষি অর্থনীতি বিভাগের নির্বাহী সাইফুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন শাপলার পরিচালক মো. আলমগীর হোসেন, পুষ্টিবিদ মো. আনিসুল হক, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম ও নিয়ামুল কবির সজল উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক মো. জিহাদ।
প্রধান অতিথি মো. রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সোনালী ব্যাংকের দেশব্যাপী ১ হাজার ২ শত ৩০ টি শাখার প্রতিটিতেই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে স্কুল ব্যাংকিং হিসাব খোলার পরামর্শ দেন। সোনালী ব্যাংকের ই-ওয়ালেট, কিউআর কোড পেমেন্ট, কার্ড সেবাসহ অন্যান্য ডিজিটাল সেবা সম্পর্কে শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের অবহিত করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরা খাতুন তার বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন আয়োজন করার জন্য বিনা শাখার ম্যানেজার এবং সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতে এরকম আয়োজনে সোনালী ব্যাংকে সবরকম সহযোগিতা অবারিত থাকবে। ##