কাগজ ডেস্ক
ময়মনসিংহে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটলো। মর্তলোক ছেড়ে কৈলাসে বিদায় নেন দেবি দুর্গা। রোববার সকাল থেকে নগরীর রামকৃষ্ণ মিশন, দুর্গাবাড়ী মন্দির, শিববাড়ী মন্দির, আমলাপাড়া, বড় কালিবাড়িসহ প্রতিটি পুজা মন্ডপে দেবী দুর্গার বিদায়ের সুরের মধ্য দিয়ে শুরু হয় সিঁদুর খেলা। এসময় নারীরা ধর্মীয় রীতিতে পান-মিষ্টি দিয়ে বরণ করে বিদায় জানাচ্ছেন দেবী দুর্গাকে। বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে নগরীর মণ্ডপগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।
বিকাল থেকে নগরীর কাাঁচারীঘাট ব্রহ্মপুত্র নদে শুরু হয় প্রতিমা বিসর্জন। বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি নগরীতে ট্রাফিক পুলিশ ও মোতায়েন ছিল।
ভক্তরা বলেন, দেবী দুর্গা অশুভ শক্তিকে ধ্বংস করতে মর্তলোকে এসেছিলেন। পাঁচ দিন পুজিত হওয়ার পর চলে যাচ্ছেন কৈলাসে স্বামীর গৃহে। এটা তাঁদের জন্য বেদনার একটি দিন। তাঁরা দেবী দুর্গার কাছে পৃথিবীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। এবছর ময়মনসিংহ জেলায় ৬৯৩টি মন্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।