কাগজ প্রতিবেদক
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহে হিন্দুধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুবদল ও শ্রমিকদল নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে নগরীর দূর্গাবাড়ি মন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে নিরাপদে সকল ধর্মীয় উৎসব উদযাপনে পাশে থাকার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
এসময় দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু ও শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন দে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সম্পাদক পবিত্র রঞ্জন রায়সহ হিন্দুধর্মালম্বী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা নগরীর বড়বাজার ইসকন মন্দির পরিদর্শন করেন। সেখানে মন্দির কমিটি এবং ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বন্যা পরিস্থিতির কারণে এ বছর নগরীতে ধর্মীয় আচারের মাধ্যমে জন্মাষ্টমী পালন করা হয়। শোভাযাত্রার ব্যয় সংকোচন করে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান ময়মনসিংহ জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা। ##