কাগজ প্রতিবেদক
‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’ এই স্লোগান নিয়ে ময়মনসিংহে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভাগীয় পর্যায়ে মাল্টিমিডিয়া প্রচরণার শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে কর্মসুচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পরে সম্মিলিতভাবে রেডকার্ড প্রদর্শন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মফিদুল আলম, রেঞ্জ পুলিশ সুপার নুরে আলম, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নাজনীন সুলতানা, ইউনিসেফ ময়মনসিংহের কনসালটেন্ট আমান উল্লাহ, চাইল্ড প্রটেকশান অফিসার সৈয়দ ইমতিয়াজ আহমেদ, চীফ অব ফিল্ড অফিসার ওমর ফারুক, বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, শিশুদের ওপর সহিংসতা ও বাল্যবিবাহ শুধু তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে না, তাদের শারীরিক, আবেগীয় ও মানসিক স্বাস্থ্যের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলছে। এসব ক্ষতিকর চর্চা দূর করে প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।