কাগজ প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে ময়মনসিংহের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর দুর্গাবাড়ী মন্দির পরিদর্শনে এসে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনীর ৪০৩ ব্যাটল গ্রুপ কমান্ডার কর্ণেল মাহমুদ হাসান। তিনি নিরাপদে দুর্গাপুজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন। পুজা উদযাপনে নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য জেলায় ৯টি ক্যাম্প স্থাপন করে প্রতিদিন টহল প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে বলেই অতীতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখনো ঘটবেনা। সকলের অংশগ্রহনে এবারের দুর্গাপুজা একটি উৎসবমূখরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আনসারসহ স্বেচ্ছাসেবীদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে বলেন।
এসময় ২১ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল লেনিন, জেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক শংকর সাহা, দুর্গাবাড়ী মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার ঘোষ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবদাস সাহা, মনোতোষ ধর, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।