কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে পদার্থ বিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভুগোল ও পরিবেশ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে কলেজের মূল ভবনের সামনের সড়কে দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক প্রফেসর এনামুল হক, সুজিত দেবনাথ, মো. আলাউদ্দিন, মো. ইয়াসিন আলী, বিকাশ চন্দ্র ভদ্র, আতাউল গনি ওসমানী, বিদ্যুৎ কুমার রায় ও খন্দকার রকিবুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমস্বয়ক গোকুল সুত্রধর মানিক, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী হালিমা সরকার, নমি, সামিয়া, সূচি, রসায়ন বিভাগের সুমাইয়া আবদে আরব, মাসরুবা সুলতানা, ভুগোল বিভাগের আসমা আক্তার জবা, মাহবুবা তৃপ্তি, তাছনিম আহমেদ ও আফরিন আফরোজ কাকন।
শিক্ষার্থীরা জানান, উচ্চমাধ্যমিক, ডিগ্রী পাস, ১৩টি অনার্স ও ৮টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। কিন্তু পদার্থ বিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স কোর্স চালু থাকা সত্ত্বেও এই বিষয়গুলোতে কোন মাস্টার্স কোর্স চালু নেই। ফলে এই বিষয়ে ছাত্রীদের অন্য কোন প্রতিষ্ঠান গিয়ে মাস্টার্স কোর্স পড়তে হয়। এতে ছাত্রীদের অনেক সমস্যা মোকাবেলা করতে হয়।
নারী শিক্ষার প্রতিবন্ধকতা দূর করে নারীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এই বিষয়গুলোতে মাস্টার্স কোর্স চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।