কাগজ প্রতিবেদক;
‘প্রমাণ স্পষ্ট, প্রতিরোধে বিনিয়োগ করুন। চক্র ভেঙে ফেলুন। সংঘবদ্ধ অপরাধ দমন করুন।’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকালে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। পরে সেখান থেকে একটি মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে আলোচনা সভায় অংশ নেন। র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত বিভাগীয় পরিচালক জাফরুল্ল্যাহ কাজল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সজাগ থেকে মাদকাসক্তিমুক্ত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানান।