কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা কর্মকর্তা ও অংশীজনের মতবিনিময় সভায় বৈষ্যমবিরোধী আন্দোলনে আহত সাতজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মুফিদুল আলম।
এরআগে তিনি নবনির্মিত কনফারেন্স রুমের উদ্বোধন করেন। এসময় কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান, উপজেলা সমবায় অফিসার কামরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথীসহ উপজেলা প্রশাসনের সকল দফতর প্রধান ও অংশীজন উপস্থিত ছিলেন।