কাগজ প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাতই নভেম্বরের গুরুত্ব জনসাধারণের সামনে তুলে ধরতে এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কর্মসুচী পালনের আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় তিনি এই আহ্বান জানান। বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, শিব্বির আহমেদ বুলু, শামীম আজাদ, একেএম মাহবুব আলম, কায়কোবাদ মামুন, শুক্কুর মাহমুদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রুকন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মুফিদুল আলম মোহন, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক শহীদুল আলম খসরু, মহানগর সভাপতি ফয়সাল আহমেদ, ছাত্রদলের জেলা সভাপতি মাহবুবুর রহমান রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।