কাগজ প্রতিবেদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এস এম তরুণ দে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে সারাদেশে যে সব ঘটনা ঘটেছে সবগুলোই ষড়যন্ত্রের অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি সব সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সকল সম্প্রদায়ের পাশে ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক সঞ্জিব দেব জনি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ, পার্থ সারথী সিংহ, মহানগর যুবদলের সহ সভাপতি কামরুজ্জামান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান, শ্রমিক দলের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ রায়, যুবদলের হিমাংশু চন্দ্র বর্মণ, রিপন সরকার, সজিব বর্মন, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। ##