বিপদে-আপদে বিএনপি সব সময়ই জনগণের পাশে থাকে
কাগজ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে রবিশষ্যের বীজ বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। সোমবার সকালে ধোবাউড়া বাসস্ট্রান্ডে দলীয় কার্যালয়ে সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ দেয়ার পাশাপাশি সরিষার বীজ ও সার বিতরণের মধ্যদিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিপদে-আপদে বিএনপি সব সময়ই জনগণের পাশে থাকে। বিএনপি জনগণের প্রকৃত বন্ধু বলেই বন্যার্ত মানুষকে ত্রাণ দেয়ার পাশাপাশি পুনর্বাসনের কাজ শুরু করেছে। তিনি বলেন, বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনে এবং তাদের ক্ষুধা নিবাড়নে খাদ্যসহ ত্রাণ সামগ্রী বিতরণ করে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষি পুনর্বাসনের জন্য রবিশষ্যের বীজ ও সার দেয়া হচ্ছে। তিনি
আরো বলেন, এবারের বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যে সব জমির ফসল নস্ট হয়ে গেছে, সেখানে এখন নতুন করে আর আমন ধান রোপন করা যাবে না। তাই পরবর্তী বোরো ধানের বীজ রোপনের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে তাদের জমিতে রবিশষ্য উৎপাদন করে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারে সেজন্য কৃষকদের মাঝে বিএনপি রবিশষ্যের বীজ বিনামূল্যে বীজ বিতরণ করছে। তিনি সরকারের প্রতিও আগামী ফসল লাগানোর আগে মধ্যবর্তী সময়ে ফলনের জন্য রবিশষ্যের বীজ দেয়ার জন্য আহবান জানান।
এছাড়াও বিকেলে পুরাকান্দুলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে ভিমরুলের আক্রমণে মৃত্যুবরণকারী মসজিদের ইমাম মওলানা আবুল কাশেমসহ তাঁর সন্তানদের কবর জিয়ারত করেন এবং শোক সন্তপ্ত পরিবারবের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় তিনি তাঁদের পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন। পরে তিনি বতিহালা বাজারে পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান, আবু সিদ্দিক, আব্দুস শহীদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি , সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ ধর্ম সম্পাদক মাসুদ চৌধুরী, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্র দলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।