কাগজ প্রতিবেদক
মিথ্যা মামলায় নির্দোষ ব্যক্তিদের হয়রানির প্রতিবাদে এবং মৎস্য খামারের কোটি টাকার সম্পদ লুণ্ঠনকারিদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শফিউল আলম খানের মৎস্য খামারের ম্যানেজার মোফাজ্জল হোসেন। এসময় উজ্জ্বল খান পলকসহ ভূক্তভোগীরা উপস্থিত ছিলেন।
ভূক্তভোগী মোফাজ্জল হোসেন জানান, গত বছরের ২৪ ফেব্রুয়ারী তারাকান্দা উপজেলার শফিউল আলম খানের মৎস্য খামারে ব্যাপক লুটপাট করে এক কোটি ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে দুষ্কৃতিকারিরা। এঘটনায় দ্রুত বিচার আইনের ধারায় মামলা দায়ের হয়।