কাগজ প্রতিবেদক;
ময়মনসিংহ অঞ্চলের তিতাস গ্যাসের ম্যানেজার কবির হোসেন ক্ষিপ্ত হয়ে অবৈধ তিতাস গ্যাস সংযোগের মিথ্যা অভিযোগ আনায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী এক পরিবার। গত ২৪ জুন দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে নিজের অভিযোগ তুলে ধরেন রমজান আলী খন্দকার। তিনি জানান, বাসা বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ পুনঃ চালুর দাবি সম্বলিত তার একটি বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ার পর ক্ষিপ্ত হন তিতাস গ্যাসের ম্যানেজার কবির হোসেন। গত ১৭ জুন তার নেতৃত্বে তিতাস গ্যাস ময়মনসিংহের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী দল ব্যবসায়ী রমজান আলী খন্দকারের মালিকানাধীন নগরীর ৪ নং ওয়ার্ড গোহাইকান্দি এলাকার নয় ইউনিটের চারতলা বাড়িতে তিতাস গ্যাসের হালনাগাদ বিল পরিশোধ থাকা সত্ত্বেও ডাবল বার্নারের একমাত্র চুলাটির সংযোগ বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ম্যানেজার কবির হোসেন। বোতলজাত গ্যাস সংযোগে পরিচালিত বাকি আটটি ইউনিটে মিথ্যা বানোয়াট নয়টি এবং একটি বৈধ গ্যাস সংযোগ সহ মোট 10 (দশ) টি অবৈধ তিতাস গ্যাস সংযোগের অভিযোগ এনে ভুক্তভোগীকে অহেতুক চাপ দিতে থাকেন। এ সময় বিচ্ছিন্ন করা গ্যাস সংযোগটি পুনরায় চালু করতে ভুক্তভোগীর কাছে দুই লক্ষ টাকা দাবি করেন দুর্নীতিবাজ কর্মকর্তা কবির হোসেন।
ভুক্তভোগী রমজান আলী খন্দকার তার বাড়িতে একমাত্র বৈধ তিতাস গ্যাস লাইনটি পুনরায় সংযোগ ফিরে পেতে চান। একই সাথে সম্মানহানি কর মিথ্যা অভিযোগকারী দুর্নীতিবাজ কর্মকর্তার বিচার চেয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক ডিআইজি, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।