কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
এসময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, এ কে এম মাহবুবুল আলম, কায়কোবাদ মামুন, শরাফ উদ্দিন কোহিনুর, সৈয়দ শরীফ ও খন্দকার মাসুদুল হক মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ জেলার আহ্বায়ক শাহিদুল আলম খসরু, সদস্য সচিব সোহেল খানসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝ্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
এদিকে রবিবার সকালে নগরীর কাঁচিঝুলী মোড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমোকুর সাবেক এজিএস ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা যুবদলের অন্যতম নেতা এজিএস রাসেল চৌধুরীর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নুরে আলম সিদ্দিকী আলমের আয়োজনে নগরীর শামসুল হক মুক্ত মঞ্চে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল হান্নান খান।
অপরদিকে নগরীর এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রায় দশজন রক্ত দিয়েছে বলে জানান মহানগর যুবদলের নেতৃবৃন্দরা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক নাহিদ হোসেন পাপ্পু, আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন নয়ন, আরিফুর ইসলাম আরিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেনসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি সফল করে তোলেন।