কাগজ প্রতিবেদক
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন।
সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নবীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা রবিন ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, টাউন কোপারেটিভ ব্যাংকের সভাপতি মোশাররফ হোসেনসহ সমবায় বিভাগের কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য সমবায়ের প্রসার ঘটাতে হবে। আর্থসামাজিক মানোন্নয়নের জন্য সমবায় সমিতির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।