কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে তিনটি চোরাই মোবাইল ও ৮ বোতল বিদেশী মদসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ নগরী ও ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রবিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার (১০ নভেম্বর) রাতে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় অভিযান চালিয়ে মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য আকাশ (২২)কে গ্রেফতার করা হয়। আকাশ সদর উপজেলার চরকালিবাড়ি এলাকার সাজু মিয়ার ছেলে। এছাড়াও রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধোবাউড়া উপজেলার গামারীতলা কাশিনাথপুর বাজার থেকে ০৮ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হলো- ধোবাউড়া উপজেলার কামালপুর মধ্যপাড়া এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে, মো. মাজাহারুল (২৪) ও মো. মতিউর রহমানের ছেলে মো. আবুল কাশেম (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মোবাইল চুরি এবং মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। চোর চক্রের সদস্য আকাশের বিরুদ্ধে ১১ টি মামলা এবং মাদক ব্যবসায়ী মাজাহারুলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।