কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ৪৫তম বার্ষিক সাধারণ সভা ও শাখা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে নগরীর কাাঁচারী রোড এলাকায় সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম। এসময় সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক একেএম শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শাখা পরিষদ নির্বাচনে মাহমুদ কায়কোবাদ মামুন সভাপতি ও লায়লা ইসলাম কোষাধ্যক্ষ, মুখলেছা আক্তার মলী সহ সভাপতি, অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, লুৎফর রহমান আশিক, রফিক উদ্দিন তালুকদার, সেলিমা বেগম, সেলিনা সুলতানা, শারমিন তাহমিনা কাকন, আল্লামা মোহাম্মদ তাপস, সাব্বির হোসেন, মিম আক্তার জান্নাতি ও মুর্শিদা বেগমকে সদস্য করে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।