কাগজ প্রতিবেদক
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতে ময়মনসিংহে দ্বিতীয় দিনে নার্সদের কর্মবিরতি চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতীকী কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ মহানগর শাখা। এসময় নার্সরা যার যার ওয়ার্ড থেকে বেরিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় মিজানুর রহমান, মমতাজ বেগম, সাজেদুল আলম, আনোয়ারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নার্সরা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। নার্সিং অধিদপ্তরে মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং পরিচালক পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমলারা বসে আছেন। যারা নার্স সংশ্লিষ্ট নয়। আমাদের এক দাবি, সেই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ দিতে হবে।
বক্তারা বলেন, আমরা আজ সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীকালও সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।