কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবাস বাহিনীর প্রধান ওমর ফারুক সাবাস ও ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার তাদের মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কক্সবাজার থেকে গ্রেফতার করে। পরে কাউন্সিলর সাবাসের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা এলাকার বাসা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করে। এদেরকে ডিবি কার্যালয়ে প্রাথমিক জিঞ্জাসাবাদ চলছে বলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান। এদের দু’জনের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।