কাগজ প্রতিবেদক
ছাত্র-জনাতার আন্দোলনে গণমিছিলে নাশকতার মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এম এ হান্নানকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে উপজেলার দেওখোলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৪ সদর দপ্তরের মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার লুৎফা বেগম।
র্যাব জানায়, গত ০৪ আগস্ট ফুলবাড়িয়া শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর আক্রমন করে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি নাশকতামূলক মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব ছায়াতদন্তের মাধমে এম এ হান্নানকে গ্রেফতার করে। তাকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।