কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের নান্দাইলে বাসচাপায় ইজিবাইক কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পৌর শহরের আব্দুল হেকিমের ছেলে ইজিবাইক চালক রহমত উল্লাহ (৪৬) ও পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে কলেজ ছাত্র হাবিবউল্লাহ (২২)।
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গতরাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরোনো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি ঝালুয়ার দিকে যাচ্ছিল। মৎস্য খামারের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত চালকসহ পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে পাঠায়। পরে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে কলেজ ছাত্র হাবিব উল্লাহ্ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক রহমত উল্লাহ্ মারা যান।
তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে আহত আব্দুস সালাম ও নেজাতুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আহত নেজাতুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হলেও বাসচালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।