কাগজ ডেস্ক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলামকে (৩৫) গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জহিরুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রবপুর এলাকার মৃত জুবেদ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এজাহার সূত্রে র্যাব জানায়, গত ২৭ মে ভোর রাতে ধর্ষিতার বসতবাড়ীর পাশে একটি খালি রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে জহিরুল ইসলাম। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল র্যাব-১ এর সহায়তায় গাজীপুরের বাসন এলাকা থেকে জহিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।