কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ী যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিজ্ঞ বিচারক আলী মনসুর এ দেন। এরা হলো-মো. নিজাম উদ্দিন, মো. হিরন মিয়া ও মো. নবী হোসেন। এরা সকলেই ভালুকা উপজেলার বাসিন্দা। এ মামলায় বিচারাধীন অবস্থায় মো. নবী হোসেনের মৃত্যু হয়।
মামলার বিবরণে জানা যায়, ৩০ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে মো. নিজাম উদ্দিন, মো. হিরন মিয়া ও মো. নবী হোসেনকে গ্রেফতার করে। তাদের তল্লাশী করে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ মামলায় ভালুকা থানা পুলিশ বাদী হয়ে মামলাদায়েরের পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত। এ রায়ে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেছেন।