কাগজ প্রতিবেদক, ভালুকা
ময়মনসিংহের ভালুকায় এসএমসি ওরস্যালাইন নামে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী জামিরদিয়া এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন দাবিতে কারখানা গেইটের সামনে বিক্ষোভ মিছিলটি করেন। খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহিরাগতদের হামলায় ২১জন শ্রমিক আহত হয়েছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, এসএমসি ওরস্যালাইন কারখানায় তারা প্রায় ৭০০ শ্রমিক কর্মরত আছেন। তারা দীর্ঘদিন ধরে ৯ টি দাবি করে আসছিলেন। দাবিগুলো হলো- চাকুরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সর্বনিন্ম ১৭ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন দাবির বিষয়ে দীর্ঘদিন ধরে আস্বাস দিয়ে আসলেও তা মেনে না নেয়ায় তাদের এই আন্দোলন। শ্রমিকরা আরো জানান, মঙ্গলবার আন্দোলনের সময় ৪০-৫০ জন বহিরাগত লোক কাঠের লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাদের প্রায় ২১জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারী হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, শ্রমিক প্রতিনিধিদের নিয়ে নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা হয়েছে। কিছু দাবি কোম্পানী কর্তৃপক্ষ ইতোমধ্যেই মেনেও নিয়েছেন।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান জানান, দাবি অনুযায়ী কোম্পানি কর্তৃপক্ষ ১০ভাগ মহার্ঘভাতা দিবেন এখন। তাছাড়া অন্যান্য যৌক্তিক দাবিগুলো আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানির পক্ষ থেকে তাকে জানাবেন বলে কথা হয়েছে। ##