কাগজ প্রতিবেদক, গৌরীপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরের শহিদ নূরে আলম সিদ্দিকী রাকিব, বিপ্লব হাসান, জুবায়ের আহমেদসহ সারাদেশের শহিদদের স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে বর্ধনপাড়া বাজারে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক।
৭নং রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিব আহম্মেদ মাহবুবুল আলম স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎসজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ আকন্দ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাইসুল ইসলাম সজীব, উপজেলা বিএনপি নেতা মো. আব্দুস সালাম, রামগোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরু পারভেজ রাজীব, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন মেম্বার, মো. মোখলেছুর রহমান, উপজেলা যুবদল নেতা বাহালুল মুন্সি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল হক মুঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. নয়ন মিয়া, শামীম আহমেদ, এয়ার খান, সদস্য সচিব মো. সেলিম মিয়া, সদস্য আহসান হাবিব বাবু, মো. শাহ জাহান, শাহীন, মো. স্বপন মিয়া, মো. খাইরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মাহমুদুল হাসান নাঈম, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হাসান লাদেন, মো. শান্ত মিয়া, আরিফ আহমেদ প্রমুখ।