কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সুরুজ মিয়া (৩৫) হত্যা মামলার প্রধান আসামী মো. সুরুজ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী সুরুজ মিয়া ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী, পূর্ব টানপাড়া এলাকার মো. উছমান গণির ছেলে। এদিকে নিহত সুরুজ মিয়া একই এলাকার মৃত আমছার আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।
র্যাব জানায়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের আছিম বাজারে সুরুজ মিয়াকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. খোকন মিয়া ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে। এরই প্রেক্ষিতে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে গত ০৪ অক্টোবর এই মামলার এফআইআরভুক্ত ২নং আসামী মো. শাহজাহান (৩৮)‘কে গ্রেফতার করে। আসামীকে আদালতে সোপর্দ করার নিমিত্তে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।