কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর অবস্থায় শিশুটিকে ঐদিন দুপুরে অস্ত্রোপচার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ি গ্রামের এক কিশোর (১৩) স্থানীয় সাত বছর বসয়ী এক শিশুকে খেলার ছলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে তাকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।
এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত কিশোরকে সোমবার রাতে এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত কিশোরকে দেখিয়ে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
শিশুটি শঙ্কামুক্ত আছে বলে বুধবার দুপুরে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, অভিযুক্ত কিশোরের বয়স ১৩ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। ধর্ষণের অভিযোগে মেয়েটির মা গত সোমবার রাতে থানায় মামলা করেন। ওই মামলায় ময়মনসিংহ আদালতে তোলা হলে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দিলে ওই কিশোরকে বুধবার কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।