কাগজ প্রতিবেদক, ফুলপুর
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফুলপুরে বন্যার ব্যাপক অবনতি হচ্ছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে বাড়িঘর তলিয়ে যাচ্ছে। ছনধরা ইউনিয়নের চিকনা গ্রাম থেকে শাশুড়িকে উদ্ধার করতে এসে উজ্জল মিয়া (৩৫) নামে এক জামাতা বন্যার স্রোতে ভেসে গেছেন। তিনি পাশ্ববর্তি নকলা উপজেলার জালালপুর গ্রামের আমজত আলীর পুত্র। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল চেষ্টা করেও লাশের সন্ধান পায়নি। এরই মাঝে উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও ফুলপুর ইউনিয়নের গ্রামগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া রূপসী, বালিয়া ও বওলা ইউনিয়নের অনেক গ্রাম তলিয়ে যাচ্ছে। এসব এলাকার আমন ফসল, সবাজি খেত ও ফিসারি তলিয়ে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছেন।