কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের চুরখাই বন্দমদল গ্রামে পূর্ববিরোধের জেরে হাবিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগে অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে কামাল উদ্দিনের বিরুদ্ধে। এনিয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি হাবিবুর রহমান।
তিনি বলেন, পাওনা টাকা ফেরত চাওয়ায় গেল রাতে কামাল উদ্দিন আমার পুকুরে বিষপ্রয়োগ করে প্রায় অর্ধকোটি টাকার পাঙ্গাস মাছ মেরে ফেলেছে। ভোর রাতে পুকুরে গিয়ে কামালসহ বেশ কয়েকজনকে দেখতে পাই। পরে তারা আমাকে দেখে দ্রুত স্থান ত্যাগ করেন। এরপর মাছগুলো মরে ভাসতে থাকে। দুই একর জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। পাঁচটি পুকুরের মধ্যে একটি পুকুরের ৩৫ টন পাঙ্গাস মাছ বিষপ্রয়োগের কারণে মরে ক্ষতি হয়েছে ৫২ লাখ টাকা। এখন পথে বসার উপক্রম হয়েছে। পাওনা টাকা চাইতে গিয়ে আমার এমন ক্ষতি হবে কখনো ভাবতে পারিনি। এবিষয়ে থানায় অভিযোগ দিয়েছি, আশা করি সঠিক বিচার পাব। এবিষয়ে অভিযুক্ত কামাল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।