কাগজ প্রতিবেদক
নিরীহ শিক্ষককে হয়রানী বন্ধ এবং চলতি শিক্ষাবর্ষের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির সুষ্পষ্ট নির্দেশনা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রগতিশীল শিক্ষা আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগের তদন্ত-প্রমান ব্যতিরকে কোন শিক্ষককে অপসারণ করা যাবে না বলে বলেন বক্তারা।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি মনিরা বেগম অনু, প্রগতিশীল শিক্ষা আন্দোলনের সভাপতি মোতাহার হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সহ সভাপতি আতাউর রহমান, প্রগতি লেখক সংঘের সভাপতি ছড়াকার সনৎ ঘোষ, ছাত্র ইউনিয়ন জেলা পরিষদের সভাপতি গোকুল সুত্রধর মানিক, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক মিঠুন আহামদ, শিক্ষার্থী বিশাখা হোসেন প্রমুখ।