1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
  3. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  4. ne...ee@gmail.com : news :
  5. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  6. saifulmytv@gmail.com : saiful :
  7. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
August 15, 2025, 5:51 pm
শিরোনাম
ময়মনসিংহ জেলা আইনিট কমান্ড-এর এডহক কমিটি গঠিত ময়মনসিংহে তিতাস গ্যাস ম্যানেজারের দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহের গৌরীপুরে কৃষক কাজিমউদ্দিন হত্যা মামলায় একজনের দশ বছরের কারাদ- নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালি অনুষ্ঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু ময়মনসিংহে তিতাস গ্যাস কর্মকর্তার দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এনসিসির পরিবর্তে ‘সাংবিধানিক, বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি’, অধিকতর আলোচনায় ঐকমত্য কমিশন ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নারায়ণগঞ্জে করোনা কেড়ে নিলো ২১ জনের প্রাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০,
  • 177 Time View

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির জনজীবন। চেনা নারায়ণগঞ্জ যেন অচেনা রূপে। এখানে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। সর্বশেষ তথ্য মতে, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ নারীসহ ২১ জন।

তবে, জেলা স্বাস্থ্য বিভাগের দাবি মৃতের সংখ্যা ১৯। তবে তাদের হিসেব শুক্রবার সকালের। এরপর মারা গেছে আরো দুই জন।

চলমান করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে প্রথম পজিটিভ রোগী শনাক্ত করা হয় ৮ মার্চ। আর জেলাতে প্রথম আক্রান্ত হয়ে মারা যান শিউলী ওরফে পুতুল নামে এক নারী। ৩০ মার্চ বন্দরের রসূলবাগ এলাকার বাসিন্দা এই নারী মারা গেলেও তার করোনা পজিটিভ শনাক্ত হয় ২ এপ্রিল।

সর্বশেষে এই জেলায় প্রাণঘাতী এই ভাইরাসটিতে মৃত্যু হয় মৃণাল ধর (৬২) নামে এক বৃদ্ধের। শহরের চাষাড়া মিশনপাড়া এলাকার বাসিন্দা এই বৃদ্ধ শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রীও পজিটিভ। বৃদ্ধের সৎকার শেষে আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন ছেলে।

৪ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর উপজেলার কাশিপুর বড় আমবাগান এলাকার হোসেয়ারী ব্যবসায়ী হাজী আবু সাঈদ (৫৫) নামে এক ব্যক্তি। তিনি চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতে মারা যান। একইদিন রাতে একই হাসপাতালে শহরের দেওভোগ আখড়ার মোড় এলাকার চিত্তরঞ্জন ঘোষ (৫৮) নামে এক ব্যক্তি মারা যান।

অন্যদিকে শহরের জামতলা হাজী ব্রাদার্স রোড এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন (৬০) নামে এক ব্যক্তি ৫ এপ্রিল বিকেলের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান।

এছাড়া ৬ এপ্রিল দুপুরের দিকে ফতুল্লার বাসিন্দা ও শহরের নয়ন সুপার মার্কেটের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ফারুক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিন দিবাগত রাতে একই হাসপাতালে মারা যান শহরের বঙ্গবন্ধু রোডের মাসুদা প্লাজার মালিক চৌধুরী মাহমুদ হাসান (৬০) নামে এক ব্যক্তি। তবে, তার মৃত্যুর পরদিন করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়াও একই দিন রাতে শহরের দেওভোগ কৃষ্ণচূড়া মোড়ের খায়ারুল আলম হিরু (৩০) নামে এক গিটারিস্ট মারা গেছেন। তার মৃত্যুর পর নমুনা সংগ্রহে করোনা পজিটিভ আসে।

অন্যদিকে ৮ এপ্রিল দুপুরের দিকে আদমজী শ্রমিকলীগের সহসভাপতি মজিবুর রহমান প্রধান (৬৫) নামে এক নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।
৯ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ও ডাইং ব্যবসায়ী মহিউদ্দিন বেপারী (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। তিনি উত্তরার রিজেন্ট নামক একটি হাসপাতালে মারা যান। তিনি সস্তাপুর এলাকার মৃত চাঁন বেপারীর ছেলে।

১১ এপ্রিল ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে মারা যান শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার মনির (৬৫) নামে এক ব্যক্তি। তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।

১২ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান সদর উপজেলার বাসিন্দা বেলায়েত (৪০)। একই দিন রাত সাড়ে ৯টার দিকে একই হাসপাতালে মারা গেছেন ফতুল্লা ইসদাইর এলাকায় রহিমা বেগম (৫৫) নামে এক নারী। তিনি ইসদাইর বুড়ির দোকান এলাকার বাসিন্দা ব্যাংক কর্মী সুলতানের স্ত্রী।

এছাড়া ১২ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মাজেদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার আয়নাল হকের স্ত্রী।

১৩ এপ্রিল দুপুরের দিকে শাহিদা বেগম (৫০) নামে এক নারী ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান। তিনি ফতুল্লা ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকার বাসিন্দা।

১৪ এপ্রিল দিবাগত রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মোস্তফা সরকার আরিফ (৬০) নামে এক বৃদ্ধ মারা যান। তিনি বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার বাসিন্দা।

১৫ এপ্রিল রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান ষাটোর্ধ্ব কোহিনূর বেগম। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের গাইনি ডাক্তার মিনারা সিকদারের মা এব খানপুরের বাসিন্দা।
এছাড়াও একইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাহবুব রহমান বাবু (৩৫) মারা যান। তিনি ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা। অন্যদিকে একই তারিখে বন্দরে সিএসডির (খাদ্যগুদাম) নিরাপত্তা প্রহরী মো. সুরুজ মিয়া (৫৫) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বন্দর একরামপুর এলাকার বাসিন্দা ছিলেন।

১৬ এপ্রিল সকালের দিকে হরিহর সরকার (৫৬) নামে এক ব্যক্তি করোনায় মারা যান। তিনি সিটি ১৪নং ওয়ার্ডের দেওভোগ আখড়া এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়া শহরের চাষাড়ার ল্যাব এইডের উল্টো পার্শ্বের সাবিত্রী ফার্মার মালিক কালি প্রসাদ দাস নামে এক যুবক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যুর পাঁচদিন পর বৃহস্পতিবার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024