কাগজ প্রতিবেদক
ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখা এবং সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্যমোর্চার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কাছে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, চিন্ময় প্রভুসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করাসহ সংখ্যালঘুদের ৮ দফা বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাভোকেট রাখাল চন্দ্র সরকার, মহানগর সাধারণ সম্পাদক অ্যাভোকেট তপন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি অ্যাভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাভোকেট লিটন দাস, অঞ্জন দে, কাজল মোহন্ত, জোর্তিময় সাহা, খোকন দেবনাথ প্রমুখ।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।