কাগজ প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের উন্নতি করতে হলে দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি করতে হবে। প্রাথমিক শিক্ষাই একটি শিশুকে শিক্ষা জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। সে জায়গাটিতে আমাদের জোর দিতে হবে। এ ব্যাপারে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাথমিক শিক্ষা, শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয়। এ শিক্ষায় নেপ ওতোপ্রোতভাবে জড়িত। সেজন্য নেপকে আরো ক্ষমতায়ন করতে পারলে প্রাথমিক শিক্ষায় চলমান উন্নয়নকে অনেকটা তরান্বিত করা যাবে।
গতকাল সোমবার সকালে ময়মনসিংহ নগরীর নেপ একাডেমী ভবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবযোদানকৃত প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সনদপত্র প্রদান ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে নেপের সার্বিক তথ্যচিত্র তুলে ধরা হয়। প্রাথমিক শিক্ষায় মানসম্পন্ন প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন, এ ধরনের কার্যক্রমে নেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে প্রেজেন্টেশনে উত্থাপন করা হয়।
এসময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার আজিজুল ইসলাম, নেপ পরিচালক জিয়া আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, কোর্স পরিচালক আবু সালেহ, আহসান ইবনে মাসুদ, প্রশিক্ষণার্থী সুমাইয়া আক্তার ও ছোটন চন্দ্র রায়। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে বিভাগীয় কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
১৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে দেশের ৪৮টি জেলা থেকে মোট ৮০ জন প্রধান শিক্ষক অংশ নেন। দশম ব্যাচে ৪০ জন এবং একাদশ ব্যাচে ৪০ জন, এ দুটো ব্যাচে প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ প্রধান অতিথির নিকট হতে সনদ গ্রহণ করেন। কোর্সে অংশ নেয়া প্রধান শিক্ষকরা সকলেই ৪০ তম বিসিএস এর মাধ্যমে নন-ক্যাডার প্রাপ্ত।
উপদেষ্টা পরে মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।