কাগজ প্রতিবেদক
ময়মনসিংহস্থ হালুয়াঘাট কল্যাণ সমিতির উদ্যোগে হালুয়াঘাটের বন্যাদুর্গত দুই হাজার মানুষের মাঝে তিন দিনব্যাপী রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা ও ধারা ইউনিয়নের বানিয়াকান্দা গ্রামে ৫০০ বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ধুরাইল ইউনিয়নের মাইজপাড়া, ছনটাল, চরপাড়া, বানিয়াকান্দা ৩৫০ টি পরিবারের মাঝে শুকনো খাবার, ৫০০ পরিবারের মাঝে রান্না করা খাবার এবং ১০০ পরিবারকে নগদ অর্থ প্রদান করেন হালুয়াঘাট কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান। তিন দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমে হালুয়াঘাট কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ডা. মির্জ্জা মানজুরুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিব আহমদ মাহবুবুল আলম স্বপন, সহ-সম্পাদক আব্দুল করিম, ডা. ফয়সাল কাদের চৌধুরী, ডা. ফারজানা শারমিন পান্না, হালুয়াঘাট ব্যবসায়ি উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ, হালুয়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক খালেদ আহমদ শামসুল আলম পনির, হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিনসহ হালুয়াঘাট কল্যাণ সমিতির সদস্য এবং ময়মনসিংহ কমার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।